জানুন আপনি কেন ভালো করবেন?

আপনাকে জানতে হবে কেন আপনি ভালো করবেন। ভালো রেজাল্ট এমন এক অর্জন যা আপনাকে দেবে সহজ স্বীকৃতি, সম্মান ও গ্রহণযোগ্যতা অন্যদের যা অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হয়। বাবা-মা শিক্ষক ও বন্ধুমহলে যেমন তিনি পান এ গুরুত্ব তেমনি যেকোনো আসরে তিনি হন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

শিক্ষাজীবনে এবং কর্মজীবনে প্রতিযোগিতায় এগিয়ে থাকার পাশাপাশি জীবনে ১ম হওয়ার পথ হয় অনেক সহজ। যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ভালো রেজাল্টের মাধ্যমে স্বীকৃতি পায় তারা জীবনে ১ম হওয়ার পথে অর্ধেক এগিয়ে যায়। কারণ জ্ঞান ও তথ্য একজন মানুষের চলার পথকে অনেক সহজ করে, ত্বরান্বিত করে। অবশ্য এ জ্ঞান শুধু পুঁথিগত জ্ঞান নয়। কিন্তু একজন ক্লাসে প্রথম হওয়ার পক্ষে এ জ্ঞান অর্জনের সুযোগ স্বতঃস্ফূর্তভাবেই বেশি।