published : ১১ ডিসেম্বর ২০২৫
আধুনিক বিজ্ঞান অনেক ধরণের প্রযুক্তিপণ্য বা ডিজিটাল ডিভাইস উপহার দেয়ার সাথে সাথে আমাদের ‘উপহার’ দিয়েছে এমন কিছু স্বাস্থ্য সমস্যা বা অসুস্থতা, যা ঘটে ডিভাইসের ভুল বা অতিরিক্ত ব্যবহারের দরুন এবং এগুলোও নামও বেশ চমকপ্রদ।
চেয়ারে বা সোফায় বসে কিংবা বিছানায় বালিশে হেলান দিয়ে অনেকের ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় স্মার্টফোনের স্ক্রিনে নতমুখে তাকিয়ে। পরিণামে হয় Text Neck Syndrome- ঘাড়ে ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া। একই কাজের ফলে যখন ঘাড়ের পেশিতে টান খায় তখন তার নাম টেক নেক (Tech Neck)।
একনাগাড়ে দীর্ঘক্ষণ সেলফোন বা স্মার্টফোন ধরে রাখলে কনুই বেঁকে থাকায় এর ভেতরের দিকে থাকা আলনার (Ulnar) নার্ভ-এর উপর চাপ পড়ে। এর ফলে অনামিকা ও কনিষ্ঠ আঙুলে ঝিনঝিন বা অবশভাব হয়। এর নাম Cell Phone Elbow বা Cubital Tunnel Syndrome.
কীবোর্ড বা মাউস দিয়ে একটানা অনেকক্ষণ কাজ করার পর হাতের তালু বরাবর কব্জিতে ঝিনঝিন, ব্যথা বা অসাড় অনুভব করেন? একে বলে কারপাল টানেল সিন্ড্রোম, যা হয় কব্জির নার্ভে লম্বা সময় ধরে চাপ পড়ার কারণে।
মোবাইলে ভিডিও গেম খেলা বা টেক্সট মেসেজ লেখার জন্যে আমরা দুই হাতের বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করি। দীর্ঘসময় কাজগুলো করলে আঙুলের রগে প্রদাহ অনুভূত হয়, যাকে বলে গেমার্স থাম্ব।
হাতে ট্যাবলেট বা আইপ্যাড বেশিক্ষণ ধরে রাখলে কাঁধ এবং পিঠের উপরিভাগে টান খেয়ে ব্যথা অনুভূত হওয়ার নামই আইপ্যাড শোল্ডার বা আইপ্যাড নেক (iPad Neck)।
দিনের পর দিন লম্বা সময় ধরে ডিজিটাল স্ক্রিনে কাজ করেন যারা তারা ভোগেন কিছু ‘কমন’ স্বাস্থ্য সমস্যায়- চোখে ব্যথা, চোখ শুকিয়ে যাওয়া, মাথাব্যথা, দৃষ্টি আচ্ছন্ন ও ঘোলা হয়ে আসা, ডাবল ভিশন ইত্যাদি। এগুলোর সম্মিলিত নাম ‘কম্পিউটার ভিশন সিন্ড্রোম’।
‘প্রিয়’ ফোনটা খুঁজে না পেলে বা কিছু সময়ের জন্যে ফোনে নেটওয়ার্ক না থাকলে কি দুশ্চিন্তা, মানসিক চাপ বা আতঙ্কে ভোগেন? আধুনিক প্রযুক্তিগত এই মানসিক অবস্থার নামই NO MObile PHone phoBIA, সংক্ষেপে Nomophobia!
সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে সময় কাটে যাদের, কিছু সময়ের জন্যেও সোশ্যাল মিডিয়ায় ঢুকতে না পারলে মনে হয় সামাজিক জীবনের অনেক আপডেট বুঝি মিস হয়ে গেল! আধুনিক এই সোশ্যাল অ্যাংজাইটির নাম Fear of Missing Out বা FOMO.
থেকে থেকে মনে হচ্ছে ফোনটা বুঝি বেজে উঠল, অথচ হাতে নিয়ে দেখলেন কোনো ফোনকলই আসে নি– এই মানসিক অবস্থার নামই Phantom Vibration Syndrome.
অনলাইন কনটেন্ট বেশি বেশি দেখার পরিণাম হলো একটা পর্যায়ে এসব না দেখলে খারাপ লাগে, দেখার জন্যে তাড়নাবোধ হয়। যে-রকম মাদকের ওপর নির্ভরশীল হয়ে গেলে আর মাদক ছাড়া ভালো লাগে না। অর্থাৎ, দুটো ক্ষেত্রেই মূল কারণ হলো এডিকশন বা আসক্তি।
সর্বোপরি, প্রযুক্তিপণ্য ও ইন্টারনেটের ব্যবহার যত পরিমিত করতে পারেন তত মঙ্গল। প্রয়োজনে ব্যবহার করবেন, তবে অবশ্যই স্বাস্থ্যসচেতনতার সাথে।